বাল্যবিবাহ পড়ানোয় কাজির জেল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাল্যবিবাহ পড়ানোর অপরাধে এক কাজিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আর বর ও কনের পরিবারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলায়।

দণ্ডপ্রাপ্ত কাজির নাম মো. নুরুল ইসলাম। তিনি চরফ্যাশন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজির সহকারী।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. রুহুল আমিন।

মো.রুহুল আমিন বলেন, উপজেলার একটি গ্রামের এক ব্যক্তি তাঁর অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে ঠিক করেন মো. শামিম (২৩) নামের এক তরুণের সঙ্গে। গতকাল রাতে বর ও কনের পরিবার কাজি নুরুল ইসলামের কার্যালয়ে বর ও কনেকে নিয়ে যান বিয়ে পড়াতে। এ সময় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। মেয়ের বাবাকে ৫০ হাজার টাকা এবং ছেলের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

ইউএনও আরও জানান, ওয়ার্ডের নির্ধারিত নিবন্ধিত কাজি মো. নুরুল ইসলামের অনুপস্থিতিতে কাজির দায়িত্ব পালন করেন একই নামধারী আরেক কাজি। ওই কার্যালয়ে রাখা বিয়ের নিবন্ধন খাতায় একাধিক বাল্যবিবাহের প্রমাণ পাওয়া গেছে। বাল্যবিবাহ পড়ানোর অপরাধে সহকারী কাজিকে ছয় মাসের জেলে দেওয়া হয়েছে। কাজির নিবন্ধন খাতাও জব্দ করা হয়েছে।