১০ মাস পর ফেরত এলেন ৮ বাংলাদেশি

আটক আট বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। ছবিটি দুর্গাপুর থানা-পুলিশের ফেসবুক থেকে নেওয়া
আটক আট বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। ছবিটি দুর্গাপুর থানা-পুলিশের ফেসবুক থেকে নেওয়া

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর আটক আট বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের বিজয়পুর জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ ও বিজিবি) এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর যৌথ বৈঠকে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাসের হাতে আটক লোকজনকে তুলে দেওয়া হয়।

ফেরত আট বাংলাদেশি হলেন কলমাকান্দা উপজেলার ঘোষপাড়া এলাকার ভুপেন্দ্র সরকারের ছেলে নির্মল সরকার (৩৫), তাঁর স্ত্রী সুমা সরকার (৩০), দুই শিশুকন্যা নিঝুম সরকার (৮) ও সুস্মিতা সরকার (৫), একই উপজেলার নওগাঁও গ্রামের রিপন রায়ের স্ত্রী কণা রানী রায় (৩০), কবিরঞ্জন তালুকদারের স্ত্রী নূপুর রানী তালুকদার (৩২) ও তাঁর দুই শিশুপুত্র কর্ণ তালুকদার (৭) এবং প্রিয়তোষ তালুকদার (৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই আট বাংলাদেশি গত বছরের ৫ ডিসেম্বর কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। সেখানে তাঁরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁদের আটক করে। পরে অবৈধভাবে প্রবেশের দায়ে সেখানকার আদালত তাঁদের তিন মাসের জেল দেন। ১০ মাস ১২ দিন পর গতকাল বৃহস্পতিবার তাঁদের মুক্তি দেয় ভারত। পরে পুলিশ দুর্গাপুর থানায় নিয়ে এলে গতকাল রাতেই পরিবারের সদস্যরা তাঁদের বাড়িতে নিয়ে যান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দালালের মাধ্যমে তাঁরা কলমাকান্দার লেঙ্গুরা সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের যৌথ সভার পর তাঁদের ফিরিয়ে আনা হয়েছে।