ঢাকার কাউন্সিলর হাবিবুর মৌলভীবাজারের কারাগারে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের আলোচিত কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আদালত থেকে মৌলভীবাজারের জেলা কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজারের ২ নম্বর আমলি আদালতের বিচারক আবদুল্লাহ মোহাম্মদ ছালেহর আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর ভোররাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি বাসা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে অস্ত্রসহ র‌্যাব আটক করে। পরের দিন র‌্যাবের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। আজ এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মৌলভীবাজারের কোর্ট পুলিশ পরিদর্শক আবদুল হাই প্রথম আলোকে কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে জেলা কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।