নিরাপদ সড়ক দিবসেও যত অনিয়ম

সারা দেশে আজ উদযাপিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ প্রতিপাদ্য সামনে রেখে সরকারি–বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করে সচেতনতামূলক সভা, শোভাযাত্রাসহ নানা আনুষ্ঠানের। তবে সড়কে অনিয়মের দৃশ্যে আদৌ পরিবর্তন আসেনি...? নির্দিষ্ট দিবস ছাড়াও সড়কে প্রতিদিনই ট্রাফিক আইন অমান্য করে চলছেনই চালকেরা আবার পথচারীদের মধ্যেও নেই সচেতনতা। ফলে সড়কে দুর্ঘটনা দিনদিন বাড়ছেই।
‘যানবাহন দাঁড়ানো নিষেধ’ সাইনবোর্ড–সংবলিত নির্দেশনা থাকলেও মানতে চান না কোনো চালকই। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী এই অংশে নিয়মিতভাবে গণপরিবহন দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায়।
‘যানবাহন দাঁড়ানো নিষেধ’ সাইনবোর্ড–সংবলিত নির্দেশনা থাকলেও মানতে চান না কোনো চালকই। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী এই অংশে নিয়মিতভাবে গণপরিবহন দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায়।
পথচারী পারাপারের সাইনবোর্ড–সংবলিত নির্দেশনা থাকলেও গাড়ি থামাতে বা ধীরে চলতে চান না কোনো চালকেই। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ীর এই অংশে নেই কোনো জেব্রা ক্রসিংও। ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত এই ব্যস্ত রাস্তা পার হতে হয় চলাচলকারীদের।
পথচারী পারাপারের সাইনবোর্ড–সংবলিত নির্দেশনা থাকলেও গাড়ি থামাতে বা ধীরে চলতে চান না কোনো চালকেই। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ীর এই অংশে নেই কোনো জেব্রা ক্রসিংও। ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত এই ব্যস্ত রাস্তা পার হতে হয় চলাচলকারীদের।
হেলমেটবিহীন চালক ও আরোহী, দুজনেরই কানে হেডফোন
হেলমেটবিহীন চালক ও আরোহী, দুজনেরই কানে হেডফোন
গেট বন্ধ থাকা সত্ত্বেও ঝুলে যাচ্ছে এই যাত্রী। বাংলামোটর এলাকায় দুপুরের
গেট বন্ধ থাকা সত্ত্বেও ঝুলে যাচ্ছে এই যাত্রী। বাংলামোটর এলাকায় দুপুরের
এক মোটরসাইকেলের সঙ্গে আরেক মোটরসাইকেলের ছোট দুর্ঘটনা তো আছেই প্রতিনিয়ত
এক মোটরসাইকেলের সঙ্গে আরেক মোটরসাইকেলের ছোট দুর্ঘটনা তো আছেই প্রতিনিয়ত
বাংলামোটরের ব্যস্ত সড়কে ঝুঁকি নিয়ে দৌড়ে বিআরটিসি বাসে ওঠার চেষ্টা করছে দুই যাত্রী
বাংলামোটরের ব্যস্ত সড়কে ঝুঁকি নিয়ে দৌড়ে বিআরটিসি বাসে ওঠার চেষ্টা করছে দুই যাত্রী
উড়ালসড়কে উল্টো পথে যাওয়ার জন্য নিরাপত্তাকর্মীর কাছে অনুরোধ করছেন এই চালক
উড়ালসড়কে উল্টো পথে যাওয়ার জন্য নিরাপত্তাকর্মীর কাছে অনুরোধ করছেন এই চালক
উড়ালসড়কে গণপরিবহনের প্রতিযোগিতামূলক চলাচল
উড়ালসড়কে গণপরিবহনের প্রতিযোগিতামূলক চলাচল
অদূরে পদচারী–সেতু থাকা সত্ত্বেও সড়ক বিভাজক গলে পারাপার। দনিয়া এলাকায়
অদূরে পদচারী–সেতু থাকা সত্ত্বেও সড়ক বিভাজক গলে পারাপার। দনিয়া এলাকায়