ভিপি নুরুলের ফেসবুক হ্যাকড, থানায় জিডি

নুরুল হক
নুরুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বুধবার ভোর থেকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না তিনি। নিরাপত্তার স্বার্থে আজ সন্ধ্যায় তিনি রাজধানীর শাহবাগ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে ভিপি নুরুল তাঁর নামে ফেসবুকে থাকা বেশ কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা ও নিজের ব্যবহৃত অ্যাকাউন্টটি পুনরুদ্ধারে পুলিশের সহযোগিতা চান। শাহবাগ থানার ডিউটি অফিসার নুরুলের জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিপি নুরুল প্রথম আলোকে বলেন, তাঁর ধারণা, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পেছনে সরকার ও সরকার-সমর্থক সংগঠনগুলোর নেতা-কর্মীদের হাত রয়েছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগ সরকারকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য পোস্ট করার কারণে তাদের কেউ অ্যাকাউন্টটি হ্যাক করে থাকতে পারেন।

এদিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার না হওয়া পর্যন্ত তা থেকে অপ্রীতিকর কোনো কিছুর জন্য বিব্রত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক।