সরাইলে মাদ্রাসা থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি মাদ্রাসার কক্ষ থেকে এক ছাত্রের ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের কুট্টাপাড়া (পাঠানপাড়া) মারকাজুল হিফজ আল মাদানী মাদ্রাসার একটি কক্ষ থেকে পুলিশ মাহমুদুল হাসান নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করে।

মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।

মাদ্রাসার প্রধান শিক্ষক আসাদুল্লাহ প্রথম আলোকে বলেন, মাহমুদুল দেড় মাস আগে মাদ্রাসায় ভর্তি হয়। এটি একটি আবাসিক মাদ্রাসা। ভর্তির পর থেকেই সে বারবার কিছু না বলে চলে যেত। গতকাল দুপুরে মাহমুদুলের চাচা শাহজাহান মিয়া জোর করে তাকে মাদ্রাসায় রেখে চলে যান। পরে কক্ষের দরজা না খোলায় বিকেলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মাহমুদুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। 


সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, লাশ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই নিশ্চিত হওয়া গেছে। পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।