ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিহত ১

আগুন। প্রতীকী ছবি
আগুন। প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডির একটি আবাসিক ভবনে আজ শনিবার সকাল ৯টার দিকে আগুন লাগে। এ ঘটনায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে এক নারী মারা গেছেন।

মারা যাওয়া নারীর বয়স ৬০-৬৫ বছর।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. রাসেল প্রথম আলোকে বলেন, তাঁরা ৯টা ২৫ মিনিটের দিকে ধানমন্ডির ৬/এ সড়কের ঈদগাহ মাঠের পাশে এক ভবনে আগুন লাগার খবর পান। ১২ তলা ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে কাজ শুরু করে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ফায়ার সার্ভিস যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, তাঁদের মধ্যে একজন নারী মারা গেছেন। ভর্তির পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগুন লাগার ফলে যে ধোঁয়া তৈরি হয়েছিল, সে ধোঁয়ার কারণে তিনি মারা যান। তাঁর পরিচয় জানা যায়নি।

আহত অপরজন হচ্ছে এক কিশোরী। তার নাম শাহেদা, বয়স ১২ বছর।

আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, ফ্ল্যাটটি সম্পূর্ণ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।