জালে বড় দুটি বাগাড় মাছ

যমুনায় ধরা পড়া দুটি বাগাড় মাছ আজ সকালে নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় মাছ বাজার আনা হয়। ছবি: প্রথম আলো
যমুনায় ধরা পড়া দুটি বাগাড় মাছ আজ সকালে নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় মাছ বাজার আনা হয়। ছবি: প্রথম আলো

নাটোরের গুরুদাসপুরে ২৭ ও ২২ কেজি ওজনের দুইটি বাগাড় মাছকে ঘিরে আজ মঙ্গলবার সকালে পৌর শহরের চাঁচকৈড় মাছ বাজারে উৎসুক মানুষের ভিড় জমেছিল। একক ক্রেতা না থাকায় কেটে মাছ দুটি বিক্রি করা হয়েছে। প্রতি কেজির দাম পড়েছে ৮০০ টাকা।

জানা গেছে, মাছ দুটি যমুনা নদীতে ধরা পড়েছিল। বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা আখের উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি বাড়তি লাভের আশায় গুরুদাসপুরে বিক্রির জন্য এনেছিলেন। নিমেষেই তা বিক্রি হয়ে যায়।

শহিদুল ইসলাম, আলমগীর হোসেন নামে দুই ক্রেতা জানালেন, চলনবিলে এখন পানি থাকলেও চাহিদামতো মাছ মিলছে না। দীর্ঘদিন পর সুস্বাদু বাগাড় মাছ নাগালে পেয়েছেন তাঁরা। কিন্তু ব্যবসাবাণিজ্য মন্দ থাকায় এককভাবে মাছটি তাঁরা কিনতে পারেননি। এ কারণে ভাগে কিনেছেন।

যমুনায় ধরা পড়া দুটি বাগাড় মাছ আজ সকালে নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় মাছ বাজার আনা হয়। ছবি: প্রথম আলো
যমুনায় ধরা পড়া দুটি বাগাড় মাছ আজ সকালে নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় মাছ বাজার আনা হয়। ছবি: প্রথম আলো

মাছ বিক্রেতা আখের আলীর ভাষ্য, যমুনা নদীতে জেলের কাছ থেকে ৬০০ টাকা কেজি দরে মাছ দুইটি কিনেছিলেন তিনি। এখানে দাম ভালো পাওয়ায় বেশ লাভ হয়েছে তাঁর।