নরসিংদীতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

নরসিংদীর পলাশে পাটকল শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বুধবার ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলের প্রশাসনিক ভবনের সামনে এই বিক্ষোভ হয়।
নরসিংদীর পলাশে পাটকল শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বুধবার ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলের প্রশাসনিক ভবনের সামনে এই বিক্ষোভ হয়।

নরসিংদীর পলাশে পাটকল শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বুধবার সকালে পলাশের ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলের প্রশাসনিক ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাটকলটির সিবিএ সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আক্তারুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য হারুন অর রশিদ, পাটকলটির সিবিএ সহসভাপতি দেলোয়ার হোসেন, সাহেব আলী ও আবুল খায়ের প্রমুখ। বক্তারা বলেন, পাটকলটিতে ৯ সপ্তাহের শ্রমিক মজুরি এবং কর্মচারীদের ৩ মাসের বেতন বকেয়া হয়ে আছে। অবিলম্বে ৯ দফা দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয়। এ সময় তাঁরা পাটমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।