সৈয়দপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে এক নারীকে ধর্ষণের দায়ে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ আহসান তারেক এ আদেশ দেন।

আমিনুল উপজেলার নিয়ামতপুর গ্রামের পূর্ব দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা। তবে সে পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২৪ আগস্ট রাতে সৈয়দপুর লক্ষণপুর বালাপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা দুলালী বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে একই উপজেলার নিয়ামতপুর গ্রামের আমিনুল ইসলাম। পরের দিন বিকেলে দুলালী বাদী হয়ে আমিনুলের বিরুদ্ধে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলার ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে আমিনুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের আইনজীবী রমেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন,‘বিচার কাজ শুরুর পর থেকেই আসামি আমিনুল ইসলাম পলাতক রয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) আদালতে প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং নগদ ২০ হাজার টাকা জরিমনা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।’