উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ছাত্রকে হাতুড়িপেটা

ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দুই কলেজছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। গতকাল বুধবার সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গা উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোহাগ আলী (২০) নলডাঙ্গা বিএম কলেজের ছাত্র। আহত অপর ছাত্র আতাউর রহমান (২১) শহীদ নাজমুল হক ডিগ্রি কলেজে পড়েন।

নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, নোয়াপাড়া এলাকায় কয়েকজন ছাত্রী প্রাইভেট পড়ে গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন বখাটে তাঁদের উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে বখাটেদের সঙ্গে সোহাগ নামের এক কলেজছাত্রের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বখাটেরা তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তাঁকে পেটানোর প্রতিবাদ করলে বখাটেরা আতাউর রহমান নামের আরেক ছাত্রকেও পেটায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা মো. আশিক (২২) নামের এক তরুণকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁর বাড়ি একই উপজেলার সূর্যবাড়ি গ্রামে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।