মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরার কালীগঞ্জ থানার মানবতাবিরোধী অপরাধসহ ৯টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আকবর আলী গ্রেপ্তার হয়েছেন। পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা গতকাল বুধবার রাত ১১টার দিকে যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করেন।

আকবর আলী কালীগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের বাসিন্দা। তাঁকে কলারোয়া উপজেলার ব্রজাবক্স গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও এনএসআইয়ের উপপরিচালক মো. জাকির হোসেন বলেন, আকবর আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাসহ ২০১৩ সালে নাশকতার অভিযোগে জেলার কালীগঞ্জ থানায় ৯টি মামলা হয়। এসব মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে আকবর আত্মগোপনে যান। পরে আবার তাঁকে জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যায়। ২০১৩ সাল থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ব্রজাবক্স গ্রামে আকবরের জামাইয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও পুলিশের কয়েকটি দল অংশ নেয়।

উল্লেখ্য, আকবর আলীর বিরুদ্ধে ২০০৯ সালের ১০ জুলাই কালীগঞ্জ থানায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়।