ছাত্রীদের উত্ত্যক্ত করায় মক্তবের শিক্ষককে জরিমানা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে আবদুর রহমান (৩০) নামে এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত তিন ছাত্রীকে মক্তবে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। পরে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে দুই হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন ওই আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উত্তরনাবাড়ি এলাকার একটি মক্তবে পড়াতেন আবদুর রহমান। পড়ানোর ফাঁকে পঞ্চম শ্রেণির তিন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে ওই ছাত্রীদের অভিভাবকেরা বিষয়টি নিয়ে ইউএনও কাছে মুঠোফোনে অভিযোগ করেন।

ঘটনাস্থলে গিয়ে ইউএনও ওই রায় ঘোষণা করেন। এ সময় স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।