ট্রাকের ঘষায় খসে পড়ল নারীর হাত

বগুড়ার শেরপুর উপজেলায় বিপরীতমুখী ট্রাকের ঘষায় এক নারী বাসযাত্রীর হাত খসে পড়েছে। আজ রোববার বেলা দুইটার দিকে উপজেলার রাজপুর এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে এই ঘটনা ঘটে।

ওই নারীর নাম মাকসুদা বেগম (৩৫)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা গ্রামের এমদাদুল হকের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মাকসুদা বেগম ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। তিনি ‘মা রাজিয়া এন্টারপ্রাইজ’ নামের একটি বাসে ঢাকা ফিরছিলেন। বাসটি রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। মাকসুদা ওই বাসের ডান পাশের পেছনে সর্বশেষ আসনে বসেছিলেন। তিনি অসাবধানতাবশত ডান হাত জানালার বাইরে রেখেছিলেন। বাসটি যখন রাজপুর এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসের গা ঘেঁষে চলে যায়। এতে ওই নারীর ডান হাত কনুইয়ের ওপর থেকে খসে পড়ে। পরে ওই নারীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বগুড়া হাইওয়ের কুন্দারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাকসুদার খসে পড়া হাত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে জরুরি বিভাগে মাকসুদার চিকিৎসা চলছে। মাকসুদা যে বাসে ছিলেন, সেটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটা শনাক্ত করা সম্ভব হয়নি।