মোবাইল ফোন সঙ্গে রাখায় মাদ্রাসাশিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা চলার সময় মোবাইল ফোন সঙ্গে রাখার অপরাধে এক শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এই অব্যাহতির নির্দেশ দেন। রোববার উপজেলার সাহেবাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জেডিসি পরীক্ষা চলাকালে সাহেবাবাদ মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী। ওই কেন্দ্রে আকাইদ ও ফিকহ পরীক্ষা চলছিল। কেন্দ্রের একটি কক্ষে দায়িত্ব পালন করছিলেন নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ফারুক আহাম্মদ। এ সময় তাঁর পকেটে মোবাইল ফোন দেখতে পেয়ে পরীক্ষার হল থেকে বাইরে যাওয়ার নির্দেশ দেন এবং অন্য সব পরীক্ষার দায়িত্ব থেকে থেকে তাঁকে অব্যাহতি দেন তিনি।

ভূমি কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, পরীক্ষার কক্ষে মোবাইল ফোন রাখায় এক কক্ষ পরিদর্শককে সব পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।