এক নারীকে পিটিয়েছেন ও দুজনকে কুপিয়েছেন যুবলীগ নেতা

খাগড়াছড়ির দীঘিনালায় দুজনকে কুপিয়েছে ও এক নারীকে পিটিয়েছে মেরুং (দক্ষিণ) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি জামাল হোসেন। আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার বেলা ৩টায় উপজেলার হাজাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের পরিবারের দাবি ওয়ার্ড যুবলীগের কাউন্সিলে ভোট না দেওয়ার অভিযোগে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।

পুলিশ ও আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা তিনটায় মেরুং (দক্ষিণ) ওয়ার্ড যুবলীগের সভাপতি জামাল হোসেন অতর্কিতভাবে হাজাছড়া গ্রামে আব্দুল খালেকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী মর্জিনা বেগমকে (২০) ঘর থেকে বের করে মারধর করে। খবর পেয়ে মর্জিনাকে উদ্ধার করতে শ্বশুর মো. খলিল (৬০) ও ভাশুর আব্দুল কাদের (৩৮) এগিয়ে এলে তাঁদের জামাল হোসেন কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

মো. খলিলের ছেলে যুবলীগ সদস্য আব্দুল বারেক অভিযোগ করে বলেন, ‘চলতি বছরের ৩০ জুন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের কাউন্সিল হয়। কাউন্সিলের নির্বাচনে জামাল সভাপতি নির্বাচিত হয়। জামালের ধারণা আমরা তাঁকে ভোট দেয়নি। এ নিয়ে জামাল বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালাগালি করত। আজ হাজাধনমুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার আট বছরের ভাতিজা ও জামালের ১০ বছরের মেয়ের মারামারির অজুহাত তুলে আমাদের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। আমরা বাবা ও বড় ভাইকে কোপায়। মুমূর্ষু অবস্থায় তাঁদের জেলা হাসপাতালে পাঠানো হয়।’

মর্জিনা বেগম বলেন, ‘বুধবার ৩ টায় হঠাৎ জামাল হোসেন আমার ঘরে ঢুকে আমাকে মারধর করতে করতে ঘর থেকে টেনে বের করে। খবর পেয়ে আমার শ্বশুর ও ভাশুর আসলে তাঁকে কোপানো হয়।’

এদিকে ঘটনার পর থেকে জামাল হোসেন পলাতক। তাঁর মুঠোফোনও বন্ধ।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নয়ন দাশ বলেন, ‘মেরুং (দক্ষিণ) ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জামাল হোসেনকে নিয়ে বিতর্ক রয়েছে। ৩০ জুন কমিটি গঠন হলেও কমিটির অনুমোদন দেওয়া হয়নি। হামলার ঘটনায় অবশ্যই জামাল হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’