আলু চাষের ধুম

>বাংলাদেশে খাদ্য হিসেবে আলুর চাহিদা ব্যাপক । দিন দিন আলু চাষ বাড়ছে। একই সঙ্গে দেশের চাহিদা মিটিয়ে আলু বিদেশে রপ্তানি হচ্ছে। সবজি হিসেবে খাওয়ার পাশাপাশি প্রক্রিয়াজাত করে আলু চিপস হিসেবেও বিক্রি হয়। উত্তরাঞ্চলে কার্তিকে ও দক্ষিণাঞ্চলে অগ্রহায়ণের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে আলুর বীজ বোনা হয়। এরই কিছু ছবি নিয়ে এই গল্প।
বগুড়ার বিখ্যাত লাল আলুর বীজ
বগুড়ার বিখ্যাত লাল আলুর বীজ
নানা প্রজাতির আলুর বীজ
নানা প্রজাতির আলুর বীজ
হাটে-দোকানে বিক্রির জন্য রাখা আলুর বীজ
হাটে-দোকানে বিক্রির জন্য রাখা আলুর বীজ
বোনার জন্য আলুর বীজ আনা হয়েছে
বোনার জন্য আলুর বীজ আনা হয়েছে
খেতে বোনার জন্য প্রস্তুত আলুর বীজ
খেতে বোনার জন্য প্রস্তুত আলুর বীজ
বোনা হচ্ছে আলুর বীজ
বোনা হচ্ছে আলুর বীজ
বীজ বোনায় কিষানির সহযোগিতা
বীজ বোনায় কিষানির সহযোগিতা
ফেলা হয়েছে আলুর বীজ
ফেলা হয়েছে আলুর বীজ