নোয়াখালীতে বরযাত্রীবাহী বাস পুকুরে, আহত ১২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চেয়ারম্যানঘাট সড়কের খাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত পাঁচজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, হাতিয়া উপজেলার বয়ারচর থেকে সুবর্ণ এক্সপ্রেস পরিবহনের একটি বরযাত্রীবাহী বাস সুবর্ণচরের থানারহাটের দিকে যাচ্ছিল। বাসটি খাসেরহাট রাস্তার মাথায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, পুলিশ, সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। এ সময় ১২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।

আহত বাসযাত্রী মো. ইরফান জানান, বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিল। বাস পুকুরে পড়ে যাওয়ার সময় অনেকে লাফিয়ে বের হয়ে যেতে সক্ষম হন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তবে কেউ মারা যায়নি।