শ্রমিক লীগের সভাপতি ফজলুল, সম্পাদক আজম খসরু

ফজলুল হক  ও  কে এম আজম খসরু
ফজলুল হক ও কে এম আজম খসরু

জাতীয় শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুল হক  আর সাধারণ সম্পাদক হয়েছেন কে এম আজম খসরু । ফজলুল হক সদ্য বিদায়ী কমিটির কার্যকরী সভাপতি ছিলেন। নতুন কার্যকরী সভাপতি হয়েছেন মোল্লা আবুল কালাম আজাদ।

আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে কাউন্সিলরদের পক্ষ থেকে সভাপতি পদে সাতজন ও সাধারণ সম্পাদক পদে ১৩ জনের নাম প্রস্তাব করা হয়। আজম খসরু আগের কমিটিতে প্রচার সম্পাদক ও আবুল কালাম আজাদ সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে শ্রমিক লীগের ১৩তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে সারা দেশ থেকে ৭৮টি সাংগঠনিক জেলার প্রায় আট হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেন।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১২ সালের ১৯ জুলাই।