পিরোজপুরে গাছচাপায় বৃদ্ধের মৃত্যু, ভাইবোন আহত

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট ঝড়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। ছবি: প্রথম আলো
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট ঝড়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। ছবি: প্রথম আলো

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে সৃষ্ট ঝড়ে গাছের নিচে চাপা পড়ে গোপাল মণ্ডল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার লড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ ছাড়া গাছ চাপা পড়ে একই উপজেলার মধ্য কলারদোনিয়া গ্রামে নাসির হোসেন (১৬) ও সুমি আক্তার (৮) নামের দুই ভাইবোন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা একটার দিকে গোপাল মণ্ডলের ঘরের পাশের একটি গাছ তাঁর ঘরের ওপর ভেঙে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা গোপাল মণ্ডল গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার মধ্য কলারদোনিয়া গ্রামের নজরুল ইসলামের ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে ঘরের মধ্যে থাকা নজরুল ইসলামের দুই ছেলেমেয়ে নাসির ও সুমি আহত হয়। চিকিৎসার জন্য তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম গাছচাপায় গোপাল মণ্ডলের মৃত্যুর খবর নিশ্চিত করেন।