সিরাজগঞ্জে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতি ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় দুটি আলাদা সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি মারা গেছেন। আজ রোববার ভোরে এসব দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ দাউদ প্রথম আলোকে বলেন, সকালে ওই সড়কের কোনাগাতি সেতুর ওপর একটি গাড়ি দুই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরেকজন। তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজনের বয়স ৪০–এর মতো, আরেকজনের বয়স ৫০–এর কাছাকাছি হবে। নিহত একজনের পরনে লুঙ্গি, আরেকজনের পরনে ট্রাউজার ছিল। তাঁদের পরিচয় জানা যায়নি।

এদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের পাশ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সকালে মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, ওই তিনজনের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।