মাদক বিক্রির দায়ে ১৪ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওলাদ হোসেন (৩৯) নামের এক মাদক বিক্রেতাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করে রায় দেন আদালত।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি আওলাদ হোসেন পলাতক রয়েছেন। তিনি সোনারগাঁও উপজেলার শেখ কান্দি এলাকার বাসিন্দা। একই মামলায় পলাতক অপর আসামি আব্দুল জলিলের (৩৫) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমিন আহমেদ জানান, ২০১৫ সালের ২০ জুন বিকেলে সোনারগাঁও এলাকায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে শেখকান্দা এলাকায় অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে আটক করে র‌্যাব-১১ এর একটি দল। এ সময় আব্দুল জলিল নামে অপরজন পালিয়ে যায়। পরে আওলাদের শরীর তল্লাশি করে ১১১০পিস ইয়াবা, মাদক বিক্রির ১০ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন সোনারগাঁও থানায় র‌্যাব-১১ ডিএডি মো. আব্দুল্লাহ খান বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় ৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।