শুরু হলো সপ্তাহব্যাপী উন্নয়ন মেলা

>রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে সাত দিনের উন্নয়ন মেলা। এর আয়োজন করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করেন। এতে পিকেএসএফের সহযোগী প্রতিষ্ঠান, দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি ও বেসরকারি সংস্থা, গবেষণা ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, সেবামুখী সংগঠনসহ ১৩০টি সংস্থার প্রায় ১৯০টি স্টল স্থান পেয়েছে। প্রদর্শন ও বিক্রি হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের নানা সেবা ও পণ্য। মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
তাঁতপণ্যের স্টলে পছন্দের পোশাক দেখছেন একজন
তাঁতপণ্যের স্টলে পছন্দের পোশাক দেখছেন একজন
ক্রেতাকে শাড়ি দেখাচ্ছেন এক বিক্রয়কর্মী
ক্রেতাকে শাড়ি দেখাচ্ছেন এক বিক্রয়কর্মী
মেলায় এসেছে স্কুলের শিক্ষার্থীরা
মেলায় এসেছে স্কুলের শিক্ষার্থীরা
প্রদর্শিত হচ্ছে মোড়কজাত সবজি ও ফল
প্রদর্শিত হচ্ছে মোড়কজাত সবজি ও ফল
অর্গানিক খাবারের স্টল
অর্গানিক খাবারের স্টল
কাপড়ের তৈরি খেলনার পসরা
কাপড়ের তৈরি খেলনার পসরা
মেলায় বসেই পাটের নানা পণ্য তৈরি করছেন একজন
মেলায় বসেই পাটের নানা পণ্য তৈরি করছেন একজন