সংসদে বিটাক বিল পাস

‘বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) বিল ২০১৯’ বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হয়েছে। কারিগরি প্রশিক্ষণের সাহায্যে দক্ষ জনবল তৈরি, গবেষণার মাধ্যমে শিল্পক্ষেত্র উদ্ভাবন, যন্ত্রাংশ তৈরি ও মেরামতে বিধান প্রণয়নের জন্য এ আইন করা হচ্ছে।

বৃহস্পতিবার সংসদের বৈঠকে বিলটি পাসের জন্য তোলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিলের ওপর বিরোধীদলীয় সদস্যদের জনমত যাচাই–বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনের প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিল্পমন্ত্রী বলেন, ‘কারিগরি প্রশিক্ষণের সাহায্যে দক্ষ জনবল তৈরি, গবেষণার মাধ্যমে শিল্পক্ষেত্রে উদ্ভাবন, যন্ত্রাংশ তৈরি ও মেরামত করে শিল্পোৎপাদন বৃদ্ধি এবং এ–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র স্থাপনের নিমিত্ত বিধান প্রণয়ন করে তা সুষ্ঠুভাবে পরিচালনা করা প্রয়োজন। এ অবস্থায় বাই-লজ দ্বারা পরিচালিত বাংলাদেশ শিল্প কারিগিরি সহায়তা কেন্দ্র (বিটাক) পরিচালনার জন্য ওই বাই-লজ রহিত করতে বিলটি সংসদে আনা হয়েছে।’