ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে: মোস্তাফা জব্বার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার অপরাধ করলে কেউ মনে করবেন না যেন পার পেয়ে যাবেন। আইন শৃঙ্খলাবাহিনী দক্ষ এবং তাদের যথেষ্ট সক্ষমতা আছে। তারা অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেবেন।

গত শুক্রবার প্রথম আলোকে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মোস্তাফা জব্বার বলেন, ভুক্তভোগী ব্যক্তি যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিক উপায়ে অভিযোগ করেন এবং ক্ষেত্র বিশেষে সাধারণ ডায়েরি বা মামলা যেটি প্রযোজ্য সেটি করে থাকেন তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করবেন। আর এ সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় সক্ষমতা আমাদের বাহিনীর আছে। কেউ যদি মনে করেন এ ধরনের সাইবার ক্রাইম করে পার পেয়ে যাবেন তবে সেই ধারণা ভুল।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ৯৯৯-এ ফোন করে শুধু অভিযোগ দিলেই হবে না, সঠিকভাবে সেবা পাওয়ার জন্য পরিপূর্ণভাবে অভিযোগ করতে হবে, এ ক্ষেত্রে অপরাধ কমানোর জন্য সচেতনতার বিকল্প নাই।