জাতীয় জাদুঘরে চলছে 'কালারস অব বাংলাদেশ' প্রদর্শনী

জাতীয় জাদুঘরে শুক্রবার ‘কালারস অব বাংলাদেশ’-এর উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত
জাতীয় জাদুঘরে শুক্রবার ‘কালারস অব বাংলাদেশ’-এর উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত

ইউনেসকোর ঢাকা দপ্তর এবং এর অংশীজনেরা মিলে ‘কালারস অব বাংলাদেশ’ শিরোনামে আলোকচিত্র প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন করেছে। শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এই আয়োজনের উদ্বোধন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আরও দুই দিন। ১৬ ও ১৭ নভেম্বর বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সবার জন্য এই আয়োজন উন্মুক্ত থাকবে। আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন ইউনেসকো ঢাকা দপ্তরের প্রধান বিয়াট্রিস কালডুন।

এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের নবীন এবং পেশাজীবী আলোকচিত্রীদের একে অন্যের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিচ্ছে ইউনেসকো।

বাংলাদেশ জাতীয় জাদুঘর ও কোরিয়া সরকারের সহায়তায় এবং প্রীত রেজা প্রোডাকশনসের সঙ্গে অংশীদারত্বে ইউনেসকো ঢাকা দপ্তর এই আয়োজন করেছে। নবীন এবং পেশাজীবী আলোকচিত্রীদের অংশগ্রহণে অনলাইনে একটি প্রতিযোগিতার মাধ্যমে পাওয়া আলোকচিত্র দিয়ে এই প্রদর্শনী সাজানো হয়েছে। প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন আলোকচিত্রী শফিকুল আলম, মুনিরা মোরশেদ, প্রীত রেজা এবং ফিলিপাইনের আলোকচিত্রী ওয়াই নাভারোযা।