'বিস্ফোরণস্থলে ভবনগুলোর বিল্ডিং কোড মানা হয়নি'

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান পরিকল্পনাবিদের নেতৃত্বে একটি দল পাথরঘাটার বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন। সিডিএর প্রধান পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বলেন, এখানে যে ভবনগুলো নির্মাণ করা হয়েছে তা যথাযথ আইন মেনে হয়নি। মূল জায়গা ছেড়ে আরও সামনের দিকে ভবন নির্মাণ করা হয়েছে। ভবনগুলো রাস্তার জায়গা দখল করেছে।

শাহীনুল ইসলাম খান আরও বলেন, ভবনের সেপটিক ট্যাংকেও অনেক সময় গ্যাস জমে বিস্ফোরণ ঘটতে পারে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

বিস্ফোরণে ভবনের একাংশে ধস। ছবি: জুয়েল শীল
বিস্ফোরণে ভবনের একাংশে ধস। ছবি: জুয়েল শীল

আজ রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিক ফিল্ড রোডের ধনা বড়ুয়ার পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর ভবনের একাংশের দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের পর ভবনের একটি দেয়াল ধসে পাশের রাস্তা ও বাড়ির ওপর গিয়ে পড়ে। এ ঘটনায় দুই ভবনের বাসিন্দা ও পথচারীরা হতাহত হন।