সোনার বার উদ্ধারের মামলায় এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে সোনার বার উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান আজ রোববার এই রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম মো. জামাল ওরফে ইসমাইল।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রী জামালের শরীরে তল্লাশি চালানো হয়। তাঁর শরীরে বিশেষভাবে লুকানো ছয়টি সোনার বার উদ্ধার করেন রাজস্ব কর্মকর্তারা। এ ঘটনায় নগরের পতেঙ্গা থানায় মামলা হয়। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২৪ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১৭ জুলাই আসামি ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়।

কৌঁসুলি আরও বলেন, রায় ঘোষণার পর আসামি ইমসাইলকে কারাগারে পাঠানো হয়েছে।