সাভারে নিখোঁজ ব্যবসায়ী বেড়িবাঁধে উদ্ধার

ঢাকার সাভার উপজেলায় এক ব্যবসায়ীকে অপহরণের পর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অপহরণের পাঁচ ঘণ্টা পর রাজধানীর বেড়িবাঁধ এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

ঘটনার শিকার ওই ব্যবসায়ীর নাম দীপ্ত সাহা। সাভার নামা বাজারে তাঁর ডালের ব্যবসা আছে।

পুলিশ ও দীপ্তর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীপ্ত সাহা রোববার বিকেল সাড়ে চারটার দিকে বাসস্ট্যান্ড এলাকার ইসলামী ব্যাংক সাভার শাখা থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা তোলেন। ওই টাকা সাউথইস্ট ব্যাংক সাভার শাখায় জমা দেওয়ার কথা ছিল। দীপ্ত সাহা বলেন, টাকা তুলে ইসলামী ব্যাংক থেকে বের হওয়ার পরপরই চার দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এরপর তারা তাঁর মুখ বেঁধে মারধর করে। এ অবস্থায় কয়েক ঘণ্টা মাইক্রোবাসে আটকে রেখে রাজধানীর উত্তরায় নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে বেড়িবাঁধের দিকে আসে। এরপর দুর্বৃত্তরা টাকা রেখে তাঁকে বেড়িবাঁধে ফেলে দিয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। পরে স্বজনেরা সেখান থেকে তাঁকে উদ্ধার করে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ঘটনার বিষয়ে দীপ্তর বাবা নারায়ণ সাহা থানায় অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।