জামিনে মুক্তি পাচ্ছেন সন্ত্রাসী ভোলা

এহতেশামুল হক ভোলা
এহতেশামুল হক ভোলা

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এহতেশামুল হক ওরফে ভোলা জামিনে কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন। সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলারও আসামি তিনি। ইতিমধে৵ একে একে সব মামলায় জামিন পেয়েছেন তিনি।

কারাগারে থাকা এহতেশামকে হাজির করতে পিডব্লিউ (প্রোডাকশন ওয়ারেন্ট) রয়েছে। এটি প্রত্যাহার হলেই তিনি যেকোনো সময় মুক্তি পেতে পারেন। তাঁর আইনজীবী প্রত্যাহারের আবেদনও করেছেন। গতকাল সোমবার শুনানির দিন ধার্য থাকলেও সময়ের আবেদন করেছেন। আগামী ১১ ডিসেম্বর আবেদনটির শুনানির দিন ধার্য করেছেন আদালত। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সব মামলায় জামিন আদেশ পেলেও বর্তমান সময়ে কারাগারের ভেতরে থাকাকে নিরাপদ মনে করছেন এহতেশাম। পরিস্থিতি বুঝে বের হতে পারেন। 

পুলিশ সূত্র জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী এহতেশামুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১৮ মামলা রয়েছে। নগরের বাকলিয়া এলাকার ত্রাস হিসেবে পরিচিত তিনি। সেখানে তাঁর একটি বাহিনী রয়েছে। সবশেষ চট্টগ্রাম নার্সিং কলেজের জে৵ষ্ঠ শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার তেলিপট্টি এলাকায় নিজের বাসার সামনে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। অঞ্জলী রানীর স্বামী ডা. রাজেন্দ্র চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। মামলাটি শুরুতে পুলিশ ও পরে গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব পায়। এর পরের বছর ২০১৬ সালের ৫ জুন নগরের ও আর নিজাম সড়কে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা আক্তার মিতু। সে সময় তাঁর স্বামী বাবুল আক্তার এসপি পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন।

ওই হত্যাকাণ্ডের ২৩ দিনের মাথায় মো. মনির নামের এক সহযোগীসহ ভোলাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনিই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। সবশেষ অঞ্জলী হত্যা মামলায় এহতেশাম উচ্চ আদালত থেকে জামিন পান। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত ১৯ আগস্ট আপিলটি খারিজ করে দেন আদালত। 

 এহতেশামের আইনজীবী কে এম সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কিছু কাগজপত্র না থাকায় পিডব্লিউ প্রত্যাহারের শুনানি করতে সময়ের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেছেন। 

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সব মামলায় জামিন পেয়েছেন সন্ত্রাসী এতহেশাম। তাঁর নামে থাকা পিডব্লিউ প্রত্যাহারের পর কারাগারে জামিননামা গেলেই তাঁর মুক্তিতে আর বাধা থাকবে না।