কুষ্টিয়ায় মা-ছেলে হত্যায় মামলা, গ্রেপ্তার নেই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে মা ও ছেলের হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত ছানোয়ারা খাতুনের মেয়ে পারভীনা খাতুন বাদী হয়ে সোমবার রাতে দৌলতপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। তবে লাশ উদ্ধারের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও জড়িত সন্দেহে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলার সোনাইকান্দি গ্রামের বাড়ির দুটি কক্ষ থেকে ছানোয়ারা খাতুন (৫০) ও তাঁর ছেলে রাজের (৮) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, থানায় হত্যা মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ কাজ করছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র জানায়, লাশ দুটি মর্গে রাখা হয়েছে। আজ দুপুর ১২টায় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার ময়নাতদন্ত করবেন। এরপর পুলিশের মাধ্যমে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।