যশোরে পরিবহন ধর্মঘট শিথিল

যশোরে পরিবহন শ্রমিকদের ধর্মঘট কিছুটা শিথিল হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সড়ক ও মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু করেছে। দু-একটি যাত্রীবাহী বাসও চলাচল করতে দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, সোহাগ পরিবহনের একটি বাস যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। যাত্রীরা ওই বাসে ওঠার চেষ্টা করছেন।

ওই বাসের একজন শ্রমিক বলেন, ‘বেলা ১১টা থেকে বাস চলাচল করার কথা। আমরা একটু আগেই ছেড়ে দিয়েছি।’

যশোর-খুলনা জাতীয় মহাসড়কসহ অন্যান্য সড়কে বাস চলাচল করতে দেখা যায়নি। তবে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল করছে।

এ বিষয়ে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মর্তোজা হোসেন বলেন, ‘আমরা সবাই ঢাকায় সড়ক ফেডারেশনের সভায় আছি। যশোরে বাস চলাচল শুরু হয়েছে কি না, ঠিক বলতে পারছি না। তবে যাঁদের গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স রয়েছে, তাঁরা হয়তো বাস চালানো শুরু করেছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটের কোনো কর্মসূচি ছিল না। কেউ গাড়ি না চালালে আমাদের কিছু বলার নেই। চালালেও কোনো আপত্তি নেই।’

সড়কে দুর্ঘটনা মামলায় চালকের শাস্তি কমানো ও জামিনযোগ্য, সংশোধিত আইনের ৩০২ ধারার পরিবর্তে আগের আইনের ৩০৪ এর (খ) ধারায় মামলা, মহাসড়কে নসিমন-করিমন-ভটভটি চলাচল নিষিদ্ধসহ ১০ দফা দাবিতে গত রোববার থেকে পাঁচ দিন ধরে পরিবহন ধর্মঘট চলছে।