লক্ষ্মীপুরে বৃদ্ধা হত্যায় পুত্রবধূসহ চারজনকে মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে শাশুড়ি জাকেরা বেগমকে হত্যার দায়ে পুত্রবধূ শারমিন আক্তারসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় ঘোষণা করেন।

শারমিন আক্তার ছাড়া বাকি তিন দণ্ডপ্রাপ্ত হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার কালিবৃত্তি গ্রামের মো. জামাল হোসেন ও মো. নাজিম এবং আন্দারমানিক গ্রামের জসিম উদ্দিন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

নিহত জাকেরা বেগম সদর উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের রুহুল আমিনের স্ত্রী ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৪ জুলাই দিবাগত রাতে আসামিরা জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় পরের দিন জাকেরার দেবর খুরশিদ আলম বাদী হয়ে চারজনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এর পর থেকেই আসামিরা পলাতক।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, জাকেরার ছোট ছেলে আবুল বাশার ঢাকায় চাকরি করতেন। আবুল বাশারের অনুপস্থিতিতে স্ত্রী শারমিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামালের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। এ নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে জাকেরাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।