চিনিকল বেসরকারীকরণের সুপারিশ

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

চিনিকলগুলো অলাভজনক হওয়ায় এগুলো বেসরকারীকরণের সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। পাশাপাশি দু-একটি চিনিকলকে লাভজনক করতে পাইলট প্রকল্প নেওয়ারও সুপারিশ করা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) নিয়ন্ত্রণে ১৫টি চিনিকল আছে। এর মধ্যে ১৪টিই চলছে লোকসানে। ২০১৭-১৮ অর্থবছরে চিনিকলগুলোয় নিট লোকসান হয়েছে ৮৩৪ কোটি ৩৫ লাখ টাকা।

সংসদীয় কমিটি গতকালের বৈঠকে নরসিংদীর সাগরকলা ও সবরিকলার উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং বিভিন্ন ফলমূল সহজলভ্য ও স্বল্পমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করে।

কমিটি সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ইমাজ উদ্দিন, মামুনুর রশীদ কিরণ ও হোসনে আরা বৈঠকে অংশ নেন।