জৈন্তাপুরে কৃষিকাজে আগ্রহ বাড়ছে

>ভারতের মেঘালয় পাহাড় ঘেঁষে সিলেটের জৈন্তাপুর উপজেলার অবস্থান। পান-পানি-সুপারিতে পরিচয় পাওয়া যায় জৈন্তাপুরের। তবে এখন জৈন্তাপুরে পাহাড়ের কোল ঘেঁষা কৃষি জমিতে কৃষকের কাছে ব্যাপক হারে বেড়েছে সবজি চাষের চাহিদা। উপজেলার বিভিন্ন এলাকায় শীত মৌসুমে একই জমিতেই শিম ও বরবটি একসঙ্গে চাষ করেন কৃষকেরা। মাঝের বিল, রুপচেং, হর্নি, বাইরাখেল, কামরঙ্গী, দিগারাইল, পুঁটিখাল, লালাখাল এলাকার প্রায় ১৫ শ বিঘা জমিতে শিম আর বরবটি চাষ করছেন কৃষকেরা। শিম পরিপক্ব না হলেও ইতিমধ্যে খেত থেকে শীতের বরবটি তুলছেন কৃষকেরা। সকাল-বিকেল খেত থেকে বরবটি তুলে খেতের পাশ থেকেই পাইকারদের কাছে পাইকারি দরে বিক্রি করেন চাষিরা। খেত থেকে গাড়ি করে নিয়ে যাওয়া হয় বরবটি। উপজেলার বিভিন্ন বাজারের চাহিদা মেটানোর পর এসব বরবটি সিলেটের বিভিন্ন হাট-বাজারে বিক্রি হয়। মান ভেদে পাইকারি ও খুচরা দরে প্রতি কেজি বরবটি বিক্রি হয় ২০-৪০ টাকায়। ছবিগুলো মাঝের বিল থেকে তোলা।
বিস্তীর্ণ বরবটি খেত
বিস্তীর্ণ বরবটি খেত
বরবটি তুলছেন এক নারী
বরবটি তুলছেন এক নারী
চলছে আঁটি বাঁধার কাজ
চলছে আঁটি বাঁধার কাজ
খেতের পাশে স্তূপ করে রাখা বরবটি
খেতের পাশে স্তূপ করে রাখা বরবটি
বিক্রির জন্য প্রস্তুত বরবটি
বিক্রির জন্য প্রস্তুত বরবটি
বরবটি বিক্রির জন্য পাইকারের সঙ্গে মুঠোফোনে কথা বলছেন এক চাষি
বরবটি বিক্রির জন্য পাইকারের সঙ্গে মুঠোফোনে কথা বলছেন এক চাষি
পাইকারি দরে বিক্রির পর গাড়িতে তোলা হচ্ছে বরবটি
পাইকারি দরে বিক্রির পর গাড়িতে তোলা হচ্ছে বরবটি
বরবটি ভর্তি গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে হাটে
বরবটি ভর্তি গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে হাটে