চীনামাটির পাহাড়

এক্কেবারে ভারত সীমান্ত লাগোয়া ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা। এখানে সমতল ভূমির বুক চিড়ে যেমন দাঁড়িয়ে আছে গারো পাহাড় তেমনি আছে নয়নাভিরাম লীলাভূমি চীনামাটির পাহাড়। ভ্রমণপিপাসু শত শত দর্শনার্থী দেশের নানা স্থান থেকে ছুটে আসেন চীনামাটির পাহাড়ের অনিন্দ্য সৌন্দর্য উপভোগ করতে। এখানে ছোট-বড় নানা আকারের চীনামাটির পাহাড়ের ফাঁকে রয়েছে চোখজুড়ানো নীল রঙের পানির ছোট-বড় জলাশয়। এখানে আছে বাড়তি আকর্ষণ বুনো ফুল। তবে কিছু অসাধু ব্যবসায়ী পাহাড় কেটে এ পর্যটন এলাকার সৌন্দর্য নষ্ট করছে।
সবুজ প্রকৃতির বুকে চীনামাটির পাহাড়
সবুজ প্রকৃতির বুকে চীনামাটির পাহাড়
দীগন্তজুরে মনমাতানো সবুজের সমারোহ
দীগন্তজুরে মনমাতানো সবুজের সমারোহ
পাহারের মধ্যে নীল জলরাশি
পাহারের মধ্যে নীল জলরাশি
শব্দ দূষণমুক্ত নিসর্গ পাহাড়ি লেক
শব্দ দূষণমুক্ত নিসর্গ পাহাড়ি লেক
মুনাফা লাভের আশায় অপরিকল্পিতভাবে চলছে পাহাড় কাটা
মুনাফা লাভের আশায় অপরিকল্পিতভাবে চলছে পাহাড় কাটা