বিএনপির আরও ৩ নেতা গ্রেপ্তার

জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশ বিএনপি নেতা এবিএম মোশাররফকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: ইউএনবি
জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশ বিএনপি নেতা এবিএম মোশাররফকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: ইউএনবি

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ তিন নেতাকে আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সহকারী পুলিশ কমিশনার (রমনা জোন) এসএম শামীম জানান, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে বাকি দুই নেতার পরিচয় জানা যায়নি।

প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বেরিয়ে আসার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির আরও এক নেতাকে গ্রেপ্তার করা হয়। ছবি: ইউএনবি
জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির আরও এক নেতাকে গ্রেপ্তার করা হয়। ছবি: ইউএনবি

এর মধ্য দিয়ে গত মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির একদল নেতা–কর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ছয় নেতাকে গ্রেপ্তার করা হলো। গত বুধ ও বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেপ্তার করে পুলিশ। এঁরা সবাই আদালত থেকে জামিন পেয়েছেন।

কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির একদল নেতা কর্মীদের বিক্ষোভের সময় সংঘর্ষের ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে বিএনপির কর্মীরা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির আরও এক নেতাকে গ্রেপ্তার করা হয়। ছবি: ইউএনবি
জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির আরও এক নেতাকে গ্রেপ্তার করা হয়। ছবি: ইউএনবি

এ ঘটনায় মঙ্গলবার রাতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে ২০-২৫ জনের নাম উল্লেখ করে এবং ৪৭৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

মামলার আসামি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন শীর্ষ নেতা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।