শীতের রাতে যাত্রাপালা

>

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে রাশ পূর্ণিমায় এবার যাত্রা হয়নি। এই যাত্রাপালাকে ঘিরে এলাকার সবার মধ্যে ভিন্ন রকম আগ্রহ দেখা যায়। চারদিকে সাজসাজ বর পড়ে যায়। সন্ধ্যা থেকেই যাত্রা দেখতে নারী, পুরুষ, শিশুরা আসতে শুরু করে অনুষ্ঠান স্থলে। যাত্রাপালার নাম ‘ভিখারিনি মা’। যাত্রার শুরুতে কেন্দ্রীয় চরিত্র মা ও তাঁর শিশু সন্তানের খুনসুটি। তারপর একে একে অন্যান্য চরিত্র মঞ্চে আসে, সংলাপে মুখরিত হয় যাত্রার মঞ্চ। দর্শকেরাও জমে যেতে শুরু করেন গল্পের মজায়। খুলনার বটিয়াঘাটা উপজেলার কচুবুনিয়ায় অনুষ্ঠিত যাত্রাপালা নিয়ে আজকের ছবির গল্প।

যাত্রাপালাকে ঘিরে রমরমা অবস্থা।
যাত্রাপালাকে ঘিরে রমরমা অবস্থা।
একে একে নানা চরিত্রের আগমন।
একে একে নানা চরিত্রের আগমন।
এবারের যাত্রাপালার নাম ‘ভিখারিনি মা’।
এবারের যাত্রাপালার নাম ‘ভিখারিনি মা’।
যাত্রাপালায় অন্যতম ভূমিকা পালন করেন প্রম্পটার। তিনি আড়ালে থেকে শিল্পীদের ডায়ালগ বলে দেন।
যাত্রাপালায় অন্যতম ভূমিকা পালন করেন প্রম্পটার। তিনি আড়ালে থেকে শিল্পীদের ডায়ালগ বলে দেন।
‘ভিখারিনি মা’ যাত্রায় এক শিল্পীর অভিনয় দৃশ্য।
‘ভিখারিনি মা’ যাত্রায় এক শিল্পীর অভিনয় দৃশ্য।
দর্শকে ভরপুর যাত্রার মাঠ।
দর্শকে ভরপুর যাত্রার মাঠ।
যাত্রা ঘিরে এলাকার সবার মধ্যে উৎসব-উৎসব ভাব থাকে। শিল্পীরা চেষ্টা করেন নিজেদের সেরাটুকু দিয়ে দর্শকদের আনন্দ দিতে।
যাত্রা ঘিরে এলাকার সবার মধ্যে উৎসব-উৎসব ভাব থাকে। শিল্পীরা চেষ্টা করেন নিজেদের সেরাটুকু দিয়ে দর্শকদের আনন্দ দিতে।
দুঃখিনী মায়ের কান্না আর সংলাপে ভারী হয়ে ওঠে দর্শকের হৃদয়।
দুঃখিনী মায়ের কান্না আর সংলাপে ভারী হয়ে ওঠে দর্শকের হৃদয়।
যাত্রা দেখে ছেলেকে কাঁধে করে ঘরে ফিরে চলা।
যাত্রা দেখে ছেলেকে কাঁধে করে ঘরে ফিরে চলা।