স্ত্রী নির্যাতনের মামলায় অতিরিক্ত সচিব আদালতে

নারী নির্যাতন। প্রতীকী ছবি
নারী নির্যাতন। প্রতীকী ছবি

স্ত্রী নির্যাতনের মামলায় অতিরিক্ত সচিব জাকির হোসেনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত সচিব জাকির ওএসডি হিসেবে আছেন।

গতকাল শনিবার রাতে জাকির হোসেনের স্ত্রী ‘৯৯৯’ এ ফোন করে তাঁর ওপর নির্যাতনের কথা পুলিশকে জানান। এরপরই জাকির হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। নির্যাতনের শিকার ওই নারী অভিযোগ করেন, যৌতুকের জন্য তাঁকে মারধর করে গুরুতর জখম করা হয়েছে।

জাকির হোসেনের স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।