কিশোরগঞ্জে শ্যালিকাকে ধর্ষণের পর হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের নিকলীতে শ্যালিকাকে ধর্ষণের পর হত্যার দায়ে দুলাভাই শাহীনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন। আজ রোববার দুপুরে ১নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণশংকর হালদার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি শাহীন আদালতে উপস্থিত ছিলেন। এ সময় মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহীন নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নিকলী উপজেলার ভাটিবরাটিয়া গ্রামের শাহীন একই উপজেলার শেখ নবীপুর গ্রামে তাঁর শ্বশুর মো. ফাইজুল ইসলামের বাড়িতে থাকতেন। ২০১৭ সালের ১১ মে রাতে তাঁর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শ্যালিকা রোকসানাকে ধর্ষণ করেন তিনি। পরে পাশের একটি নিচু জমির জমানো পানিতে চুবিয়ে তাকে হত্যা করেন।

এ বিষয়ে নিকলী থানায় একটি হত্যা মামলা করার পর পুলিশ শাহীনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য-প্রমাণের অভাবে রুবেল ও কাজল নামে দুজন মামলা থেকে খালাস পান।

বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি (পিপি) এম এ আফজল। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোজাম্মেল হক খান।