জাহাঙ্গীরের হাঁসেরা

>বগুড়ার শাজাহানপুর উপজেলায় খাউড়ার দহ এলাকা। সেখানে প্রায় ৬৩০টি হাঁস চরান খামারি জাহাঙ্গীর আলম। গত বছর ছোট পরিসরে ২৮০টি হাঁস লালনপালনের মাধ্যমে খামারটি শুরু করেন তিনি। সাফল্যও অর্জন করেন। ২৮০ থেকে এবার হাঁসের সংখ্যা ৬৩০টি। এখানে খাকি ক্যাম্পবেল ও বেইজিং দুই জাতের হাঁস লালনপালন করা হয়। ছবিতে দেখুন হাঁসের দল।
১ / ৭
সোনালি সন্ধ্যায় দল বেঁধে ভাসছে হাঁসেরা
সোনালি সন্ধ্যায় দল বেঁধে ভাসছে হাঁসেরা
২ / ৭
যেন রং মিলিয়ে দল বেঁধেছে হাঁসেরা
যেন রং মিলিয়ে দল বেঁধেছে হাঁসেরা
৩ / ৭
পানি থেকে উঠছে ওরা
পানি থেকে উঠছে ওরা
৪ / ৭
ওপর থেকে কী সুন্দর দেখতে ওরা
ওপর থেকে কী সুন্দর দেখতে ওরা
৫ / ৭
সামনের সারিতে শ্বেতশুভ্র হাঁসের দল
সামনের সারিতে শ্বেতশুভ্র হাঁসের দল
৬ / ৭
ডিম থেকে হ্যাচিং পদ্ধতিতে হাঁসগুলোর বাচ্চা ফুটানো হয়
ডিম থেকে হ্যাচিং পদ্ধতিতে হাঁসগুলোর বাচ্চা ফুটানো হয়
৭ / ৭
ছোট পরিসরে শুরু হওয়া খামারটি ধীরে ধীরে বড় হয়েছে
ছোট পরিসরে শুরু হওয়া খামারটি ধীরে ধীরে বড় হয়েছে