গ্রাম পুলিশকে মারধরের দায় ইউপি সচিব ও সদস্যের দণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে বিল্লাল হোসেন নামের এক গ্রাম পুলিশকে মারধরের দায়ে ওই ইউনিয়নের সচিব ও এক সদস্যকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডিত দুজন হলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব জহুরুল ইসলাম ও ইউপি সদস্য হাবিবুর রহমান।

মামলার বিবরণে থেকে জানা যায়, ইউপি সচিব জহুরুল ইসলাম ও ইউপি সদস্য হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ইউনিয়নে নানা অনিয়ম করে আসছিলেন। এর প্রতিবাদ করায় গত বছরের ৫ আগস্ট ইউপিতে ডেকে নিয়ে বিল্লাল হোসেন নামের এক গ্রাম পুলিশকে বেধড়ক মারধর করেন তাঁরা দুজন। এ ঘটনায় ওই বছরের ৮ আগস্ট দুজনকে আসামি করে মহেশপুর থানায় একটি মামলা হয়। আজ ওই দুজনকে ৬ মাস করে কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।