একশনএইড-প্রথম আলো বন্ধুসভা রংপুর অঞ্চলের বিতর্কের উদ্বোধন

রংপুরে একশনএইড–প্রথম আলো বন্ধুসভা জাতীয় বিতর্ক উৎসবের আঞ্চলিক পর্যায়ের উৎসব শুরু হয়েছে। টাউন হল, রংপুর। ৭ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম
রংপুরে একশনএইড–প্রথম আলো বন্ধুসভা জাতীয় বিতর্ক উৎসবের আঞ্চলিক পর্যায়ের উৎসব শুরু হয়েছে। টাউন হল, রংপুর। ৭ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম

‘গৃহস্থালির সেবামূলক কাজের মূল্যায়ন, আনবে সমতা করবে উন্নয়ন’ স্লোগানে রংপুরে আজ শনিবার শুরু হয়েছে একশনএইড-প্রথম আলো বন্ধুসভা জাতীয় বিতর্ক উৎসব। রংপুর নগরের টাউন হলে এ বিতর্ক উৎসব চলছে। 

আজ সকাল সাড়ে নয়টায় পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সদরুল আলম। এরপর টাউন হল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উদ্বোধনী পর্বে মহান বিজয়ের মাসে উদ্বোধক মুক্তিযোদ্ধা সদরুল আলমকে মিলনায়তনে উপস্থিত সবাই দাঁড়িয়ে স্যালুট দিয়ে সম্মাননা জানান। এ সময় শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন।
সদরুল আলম বলেন, ‘এ বিজয়ের মাসে এমন একটি বিতর্ক উৎসবের আয়োজন দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। দেশ হয়ে উঠবে আরও অলোকিত সমৃদ্ধ। সুন্দর দেশ গঠনের জন্য এ ধরনের চর্চা আরও বেশি বেশি করে করতে হবে।’
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন বলেন, ‘পরিবারের সব কাজ নারী-পুরুষের সমানে সমান। এসব কাজ ভাগাভাগি করে করতে পারলে দেশটা আরও এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম কর্মকর্তা নূরে জান্নাত বলেন, ‘আমাদের বাসাবাড়ির নারীর গৃহস্থালির কাজকে স্বীকৃতি দেওয়া উচিত। নারীরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নারী-পুরুষ সমানভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে লালমনিরহাটের পাওয়ার প্রকল্প জয়যাত্রা নারী দলের সদস্য রাবেয়া খাতুনও বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভা রংপুরের সদস্য বৃষ্টি প্রামাণিক।

আয়োজকের পক্ষ থেকে স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উদ্বোধনী পর্ব শেষে বেলা সাড়ে ১১টা থেকে রংপুর অঞ্চলের বিতর্ক প্রতিযোগিতা শুরু হয় টাউন হলের পাশ লাগোয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের বিভিন্ন কক্ষে।

বিতর্ক প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের আটটি বিশ্ববিদ্যালয়-কলেজের বিতর্ক দল অংশ নিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়, কারমাইকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, হারাগাছ ডিগ্রি কলেজ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও কুড়িগ্রাম ডিগ্রি কলেজ।