হেমন্তের রূপ বইছে প্রকৃতিতে

>সময় এখন হেমন্তকাল। অগ্রহায়ণের শেষ সময়েও হেমন্তের রূপ বইছে প্রকৃতিতে। হেমন্তের এমন রূপ কয়েক দিন পড়েই ঢাকা পড়বে শীতের কুয়াশার চাদরে। কুয়াশা জেঁকে বসার আগে প্রকৃতি তার রূপ দেখাচ্ছে হেমন্তের শেষ সময়ে। গোধূলির কড়া আলোয় রঙিন প্রকৃতির দেখা মেলে হেমন্তে। শান্ত-স্তব্ধ থাকা নদীর জলে নৌকায় করে মাছ ধরা। আকাশে পাখির ওড়াউড়ি চোখে পড়ে হেমন্তের পড়ন্ত বিকেলে। ছবিগুলো সিলেট সদরের বাদাঘাট ও ফাগইল এলাকা থেকে তোলা
হেমন্তের এমন রূপ কয়েক দিন পড়েই ঢাকা পড়বে শীতের কুয়াশার চাদরে
হেমন্তের এমন রূপ কয়েক দিন পড়েই ঢাকা পড়বে শীতের কুয়াশার চাদরে
পড়ন্ত বিকেলে দিনের শেষ ওড়াউড়িতে ব্যস্ত চিল
পড়ন্ত বিকেলে দিনের শেষ ওড়াউড়িতে ব্যস্ত চিল
গাছে ঠাঁই নিতে আসছে কাক
গাছে ঠাঁই নিতে আসছে কাক
সাঁঝের বেলায় ওড়াউড়ি শেষে গাছের ডালে বসেছে কাক
সাঁঝের বেলায় ওড়াউড়ি শেষে গাছের ডালে বসেছে কাক
সূর্যের আলোর রঙিন চেঙ্গেরখাল নদের পানিতে নৌকায় বসে মাছ ধরছেন এক ব্যক্তি
সূর্যের আলোর রঙিন চেঙ্গেরখাল নদের পানিতে নৌকায় বসে মাছ ধরছেন এক ব্যক্তি
দিনের আলো শেষ হওয়ার আগেই গরু নিয়ে বাড়ি ফেরা
দিনের আলো শেষ হওয়ার আগেই গরু নিয়ে বাড়ি ফেরা
হেমন্তের শেষ বিকেলে সূর্যের বিদায় নেওয়া দেখছে এক বালক
হেমন্তের শেষ বিকেলে সূর্যের বিদায় নেওয়া দেখছে এক বালক
পড়ন্ত বেলায় নদীতে চলছে মালবাহী নৌকা
পড়ন্ত বেলায় নদীতে চলছে মালবাহী নৌকা