কুড়িল ফ্লাইওভার থেকে গামছা প্যাঁচানো লাশ উদ্ধার

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

রাজধানীর কুড়িল ফ্লাইওভারের ওপর থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত তিনটায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল। তিনি সাংবাদিকদের বলেন, লাশটি ক্যান্টনমেন্টগামী দুই ফ্লাইওভারের সংযোগস্থলের পশ্চিম পাশ থেকে উদ্ধার করা হয়। লাশের পরনে খয়েরি রঙের প্যান্ট, নীল শার্ট ও গলায় গামছা প্যাঁচানো ছিল। দুর্বৃত্তরা তাঁকে অন্য জায়গায় শ্বাসরোধে হত্যা করে লাশ ফ্লাইওভারে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

মো. বিল্লাল জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।