হাঁসের ছানা

>

খুলনার নতুন রাস্তা কবি ফররুখ একাডেমি মোড় এলাকায় হাঁসের ছানা বিক্রি হয় পাঁচ-ছয়টি বিক্রয় কেন্দ্রে। গাইবান্ধা, কিশোরগঞ্জসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আনা হয় ছানা। খুলনার বিভিন্ন অঞ্চল থেকে খুচরা ব্যবসায়ীরা এসব ছানা কিনে নিয়ে যান। ছানা হ্যাচারিতে আসার পর পুরুষ ও নারী ছানা আলাদা করা হয়। কেউ কেউ নিজস্ব ফার্মের জন্য কেনেন ছানা। পরিবারিকভাবে পোষার জন্যও অনেকে কিনতে আসেন। নারী হাঁসের ছানার চাহিদা বেশি, তাই এগুলো প্রতিটি ৪০ টাকা আর পুরুষ ছানা ৩৫ টাকা। অনেক ধকল যায় ছানাদের আনা-নেওয়ার পথে। জীবন টিকিয়ে রাখাটা খুব চ্যালেঞ্জ, কোনো কোনো ছানার জীবনও চলে যায় এ সময়।

উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আনা হয় হাঁসের ছানা
উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আনা হয় হাঁসের ছানা
খুলনার নতুন রাস্তা এলাকায় এই রকম হাঁসের ছানা বিক্রি করে পাঁচ-ছয়টি বিক্রয় কেন্দ্রে
খুলনার নতুন রাস্তা এলাকায় এই রকম হাঁসের ছানা বিক্রি করে পাঁচ-ছয়টি বিক্রয় কেন্দ্রে
খুচরা ব্যবসায়ীরা ছানা কিনে নিয়ে যান এখান থেকে
খুচরা ব্যবসায়ীরা ছানা কিনে নিয়ে যান এখান থেকে
ছানা হ্যাচারিতে আসার পর পুরুষ ও নারী ছানা আলাদা করা হয়
ছানা হ্যাচারিতে আসার পর পুরুষ ও নারী ছানা আলাদা করা হয়
প্রতিটির স্ত্রী ছানার দাম ৪০ টাকা আর পুরুষ ছানা ৩৫ টাকা
প্রতিটির স্ত্রী ছানার দাম ৪০ টাকা আর পুরুষ ছানা ৩৫ টাকা
পরিবারিকভাবে পোষার জন্যও অনেক পরিবার নিয়ে কিনতে আসেন
পরিবারিকভাবে পোষার জন্যও অনেক পরিবার নিয়ে কিনতে আসেন
নিজস্ব ফার্মের জন্য ছানা কিনে থাকেন
নিজস্ব ফার্মের জন্য ছানা কিনে থাকেন
নারী হাঁসের ছানার চাহিদা অনেক বেশি
নারী হাঁসের ছানার চাহিদা অনেক বেশি