প্লাস্টিক কারখানায় দগ্ধ আরও তিনজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় ১৭ জন মারা গেলেন।

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে এই তিনজনের মৃত্যু হয়। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।

সবশেষ মারা যাওয়া তিনজন হলেন রাজ্জাক (৪৫), মোসতাকিন (২৩) ও আবু সাঈদ (২০)।

রাজ্জাকের বাড়ি কেরানীগঞ্জের চুনকুটিয়ায়। মোসতাকিনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। সাঈদের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে মারা যান রাজ্জাক। সকাল সাড়ে ৯টার দিকে মারা যান মোসতাকিন। আর আবু সাঈদ মারা যান দুপুর পৌনে ১২টার দিকে।

পার্থ শংকর পাল বলেন, আগুনে দগ্ধ ৯ জন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। ৩ জন মারা যাওয়ার পর এখন ৬ জন লাইফ সাপোর্টে রয়েছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৮ জন ভর্তি রয়েছেন।

গত বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলা এলাকার প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একজন ঘটনাস্থলে মারা যান। আর ১৬ জন হাসপাতালে মারা গেছেন।

চিকিৎসকেরা বলছেন, দগ্ধ লোকজনের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।