গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের যাত্রা শুরু

রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রা শুরু হয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠনের। ইউএনও রুবায়েত হায়াত রক্ত দিয়ে সংগঠনের কার্যক্রম উদ্বোধন করেন। গোয়ালন্দ, ১৬ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রা শুরু হয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠনের। ইউএনও রুবায়েত হায়াত রক্ত দিয়ে সংগঠনের কার্যক্রম উদ্বোধন করেন। গোয়ালন্দ, ১৬ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এত দিন ছিল না রক্তদাতাদের কোনো সংগঠন। এতে জরুরি প্রয়োজনের সময় রক্ত সংগ্রহ নিয়ে বিপাকে পড়তেন রোগীরা। এ অবস্থার অবসান ঘটল এবার। আজ সোমবার মহান বিজয় দিবসে যাত্রা শুরু করল ‘গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব’।

সংগঠনের স্লোগান ‘আপনার রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন’। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত নিজে রক্ত দিয়ে সংগঠনের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন। পরে দুপুর পর্যন্ত প্রায় ৪০ জন স্বেচ্ছায় রক্ত দেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান বলেন, ‘গোয়ালন্দ উপজেলায় এই প্রথম কোনো ব্লাড ডোনার ক্লাব গঠিত হলো। প্রথম দিনেই আমরা ব্যাপক সাড়া পেয়েছি। কেউ স্বেচ্ছায় রক্ত দিলেই এই সংগঠনের সদস্য হয়ে যাবেন।’

সকালে উপজেলা পরিষদের বিজয় দিবস অনুষ্ঠানের মাঠে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে সম্পূর্ণ বিনা খরচে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ মাপার ব্যবস্থা ছিল। এসব কাজে সহযোগিতা করে সন্ধানীর ফরিদপুর মেডিকেল কলেজ শাখা ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

‘গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব’ গঠনের পৃষ্ঠপোষকতায় রয়েছে স্থানীয় উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক মো. সেলিম মুন্সী সংগঠনের সভাপতির দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, ‘কিছু উদ্যমী তরুণদের নিয়ে আমরা এই সংগঠনের যাত্রা শুরু করলাম।’