ধান কাটা নিয়ে সংঘর্ষ, চার ঘরে আগুন

চট্টগ্রামের আনোয়ারায় ধান কাটা নিয়ে দুই পক্ষের মারামারির একপর্যায়ে চারটি ঘরে আগুন দেওয়া হয়। আনোয়ারা, চট্টগ্রাম, ১৬ ডিসেম্বর। ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
চট্টগ্রামের আনোয়ারায় ধান কাটা নিয়ে দুই পক্ষের মারামারির একপর্যায়ে চারটি ঘরে আগুন দেওয়া হয়। আনোয়ারা, চট্টগ্রাম, ১৬ ডিসেম্বর। ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় এক পক্ষের চারটি ঘরে আগুন লাগিয়ে দেন অপর পক্ষের লোকজন। উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় আজ সোমবার বেলা একটার সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কামরুজ্জামান (৩৫) ও কামরুল ইসলাম (২০) নামের দুজনকে আটক করেছে পুলিশ। মারামারির ঘটনায় আহত হয়েছেন নাহিদা আক্তার (১৮), লায়লা বেগম (৪৫) ও সাদিয়া আকতার (১৩)।

এলাকাবাসী জানান, জমিজমা নিয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার নুরুল হকের পরিবারের সঙ্গে জোস্ত মোহাম্মদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় দুই মাস আগে নুরুল হক ও তাঁর ছেলেরা জোর করে বিরোধপূর্ণ জমিতে ধান লাগান। সোমবার ওই জমিতে ধান কাটতে গেলে নুরুল হকের লোকদের বাধা দেন জোস্ত মোহাম্মদের পরিবারের লোকজন। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে নুরুল হকের ছেলেরা ক্ষিপ্ত হয়ে জোস্ত মোহাম্মদের ঘরে আগুন ধরিয়ে দিলে চারটি ঘর পুড়ে যায়।

জোস্ত মোহাম্মদের মা মাজুমা খাতুন বলেন, ‘নুরুল হক ও তাঁর ছেলেরা লোকজন নিয়ে ধান কাটতে আসে। আমার ছেলেরা বাধা দিলে তারা হামলা করে। পরে ঘরে আগুন লাগিয়ে দেয়।’

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত চলছে।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ প্রথম আলোকে বলেন, জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।