কুয়াশা ও সূর্যের লুকোচুরি

শীতের সকাল। চলে কুয়াশা আর সূর্যের লুকোচুরি। খুব সকালে কুয়াশার বাহাদুরি। সূর্যকে যেন পাত্তাই দেয় না। সময় যত গড়ায়, কুয়াশার পর্দা সরে যেতে থাকে। বাড়ে সূর্যের বাহাদুরি। কুয়াশা ও মেঘের বুক চিরে উঁকি দেয় সূর্য। কাপ্তাই হ্রদে কুয়াশা ও সূর্যের লুকোচুরি খেলার নানা রূপ নিয়ে এবারের ছবির গল্প।

কাপ্তাই হ্রদে ছড়িয়েছে সোনালি আভা।
কাপ্তাই হ্রদে ছড়িয়েছে সোনালি আভা।
কুয়াশার মধ্যেই হ্রদে জেলেদের মাছ ধরার প্রস্তুতি।
কুয়াশার মধ্যেই হ্রদে জেলেদের মাছ ধরার প্রস্তুতি।
কুয়াশার পর টলটলে পানিতে ঝলমলে রোদ।
কুয়াশার পর টলটলে পানিতে ঝলমলে রোদ।
জেলেদের দিনের কাজের প্রস্তুতি।
জেলেদের দিনের কাজের প্রস্তুতি।
জাল টেনে মাছ শিকার।
জাল টেনে মাছ শিকার।
মাছ শিকারে পানকৌড়িরা।
মাছ শিকারে পানকৌড়িরা।